সুব্রত ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন মহামেডান স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপে যাত্রা শুরু করলো কিবু ভিকুনার মোহনবাগান। প্রথমবার কলকাতায় বসলো ডুরান্ডের আসর ৷ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন ঐতিহ্যবাহী ১২৯তম ডুরান্ড কাপের ৷
শুক্রবার সল্টলেক স্টেডিয়ামে বাগানের জোড়া গোলে ম্যাচ জয়ের নায়ক সালভা চামোরো। আবির্ভাবে জাত চেনালেন বার্সেলোনা ‘বি’ দলের প্রাক্তনীও। এদিন ম্যাচের প্রথমার্ধে তাঁর দু’গোলেই নির্ধারিত হল ম্যাচের ভাগ্য। দ্বিতীয়ার্ধে অবশ্য কোনও করতে পারেনি ভিকুনার ছেলেরা ৷ এদিন ম্যাচ জয়ের জন্য অনুশীলনে সেটপিসকেই ঢাল করেছিলেন কিবু। বাগানের প্রথম গোল সেই সেটপিসেরই ফসল। বেইতিয়ার নিখুঁত ফ্রি-কিক হেডে গোল করতে একটুও ভুল করেননি চামোরো। ম্যাচের প্রথম পজিটিভ আক্রমণই গোলে রুপান্তর করে বাগান।
এরপর ২১ মিনিটে আশুতোষের সেন্টার থেকে দলের হয়ে ব্যবধান বাড়ান সেই চামোরো। দু’গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও মাঝমাঠে মহামেডানকে এতটুকু জমি ছাড়েনি বাগান। এদিন মাঝমাঠের দায়িত্ব কাঁধে তুলে নেন জোসেবা বেইতিয়া। তবে গোলের নীচে এদিন শিল্টন পালের বদান্যতায় রক্ষা পায় মোহনবাগান।
Be the first to comment