প্রতিশোধের ম্যাচে জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে ISL ফাইনালে মোহনবাগান

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শুরু থেকেই প্রতিপক্ষকে প্রবল চাপে রেখেও ৫০ মিনিট পর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট।
রবিবার রাতে যে ভাবে শেষ মুহূর্তে গোল করে বেঙ্গালুরু এফসি-কে আইএসএল ফাইনালে তুলেছিলেন সুনীল ছেত্রী, সোমবার ঠিক সেভাবেই শেষ মুহূর্তের গোলে শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্টকে ফাইনালে তুললেন তাদের ২৪ বছর বয়সী মিজো মিডফিল্ডার লালেঙমাউইয়া রালতে, ভারতীয় ফুটবলে যিনি জনপ্রিয় আপুইয়া নামে।
সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের কাছে ১-২ গোলে হেরেছিল সবুজ-মেরুন বাহিনী। সেই হারও ছিল হাভিয়ে হার্নান্ডেজের শেষ মুহূর্তের গোলে।
ফলে ঘরের মাঠে দ্বিতীয় লেগ থেকে ফাইনালে উঠতে অন্তত দু’গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল টানা দু’বারের শিল্ডজয়ীদের। সেই ২-০-র ব্যবধানেই জিতে ফাইনালে পৌঁছে গেল তারা। আগামী শনিবার ফাইনালে তাদের মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি। গত বার শিল্ড জেতার পরেও ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে গিয়েছিল সবুজ-মেরুন বাহিনী। এ বার ফের আইএসএলের ইতিহাসে জোড়া খেতাব জয়ের সুযোগ এসে গিয়েছে তাদের সামনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*