হাতে আর মাত্র কিছু মুহুর্ত। তারপরই মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এবার আলোচনা করা যাক দুদলের খেলোয়াড়দের কিছু শক্তি ও কিছু দূর্বলতা নিয়ে। মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ-
· শিল্টন পাল (গোলরক্ষক)
· কিংসলে ও দেবনাথ (ডিপ ডিফেন্স)
· রিকি (লেফ্ট ব্যাক)
· অরিজিত বাগুই (রাইট ব্যাক)
· সনি নর্ডে (লেফট উইং)
· আজাহার উদ্দিন (রাইট উইং)
· ডি. সিলভা ও কিনোওয়াকি (মাঝ মাঠ)
· ক্রোমা ও দিপান্ডা ডিকা (ফরওয়ার্ড)
এবার নজর রাখা যাক ইস্টবেঙ্গলের প্রথম একাদশের দিকে
· লুই ব্যারেটো (গোলরক্ষক)
· এডুয়ার্ড ও সালাম রঞ্জন (ডিপ ডিফেন্স)
· দীপক মন্ডল (লেফট ব্যাক)
· মেহতাব হোসেন (রাইট ব্যাক)
· বাজ্জৌ (ব্লকার)
· ব্রেন্ডন (লেফট উইং)
· ডানমাওইয়া (রাইট উইং)
· কাটসুমি, আল আমনা (অ্যাটাকিং মিডফিল্ডার)
· প্লাজা (ফরওয়ার্ড)
অতএব, দেখা যাচ্ছে মোহনবাগান দল সাজাচ্ছে ৪-৪-১-১ ছকে। আর ইস্টবেঙ্গল দল সাজাচ্ছে ৪-১-৪-১ ছকে।
প্রসঙ্গত, মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে বাগান ব্রিগেড আর আইজল এফ সির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে ইস্টবেঙ্গল। দু দলের কাছেই ডার্বি ঘুরে দাঁড়ানোর ম্যাচ। রবিবারের ম্যাচে নজর থাকবে সনি, ডিকা, কিংসলের পাশাপাশি ইস্টবেঙ্গলের প্লাজা, কাটসুমি ও আল আমনার দিকে।
Be the first to comment