নিয়মরক্ষা ম্যাচেও জয়! টানা ১১ ম্যাচ জিতে ভারত সেরা মোহনবাগান সুপারজায়ান্ট

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আত্মঘাতী গোলের পাশে স্টুয়ার্টের দুরন্ত গোলে জ্বলল বাগানে। শনিবার সন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে মোহনবাগান সুপারজায়ান্ট লিগ পর্বে থামল ৫৬ পয়েন্টে। যা আইএসএলের ইতিহাসে রেকর্ড। ঘরের মাঠে টানা ১১টি ম্যাচে জয়ের নজিরও বাগানের। তিন ম্যাচ আগে শিল্ড জয় নিশ্চিত হলেও তা হাতে উঠল শনিবার সন্ধ্যায় যুবভারতীতে।

৬২ মিনিটে আলবার্তোর বাড়ানো লম্বা শট বরিস ব্যাকহেড করে গোলরক্ষকের হাতে দিতে গিয়ে গোলে পাঠিয়ে দেন। এরপর ম্যাচের ৯৪ মিনিটে কামিন্সের পাস থেকে স্টুয়ার্টের গোলে ২-০ গোলে জয় নিশ্চিত করল মোহনবাগান সুপারজায়ান্ট।
আইএসএলের পয়েন্ট টেবিলে এক নম্বর এবং দুই নম্বরের খেলা ছিল এদিন। দুই দলের লড়াই তাই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার। প্রথম থেকেই দুই দলই রক্ষণ সামলে গোলের খোঁজে যায়। প্রথমার্ধে দু’দলই গোলের মুখ খুলতে ব্যর্থ। বিরতির এক মিনিট আগে মনবীর সিং গোল করলেও তা পেত্রাতোসের হ্যান্ডবলের কারণে রেফারি বাতিল করেন ৷ ৬২ মিনিটে বরিসের আত্মঘাতী গোল এবং অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে স্টুয়ার্টের গোলে ভারতসেরা মোহনবাগান সুপারজায়ান্ট।
শনিবার ম্যাচের জয় পরাজয়ের পরিসংখ্যানের রাত নয়, বাগান জনতার উৎসবের রাত। তাই ৬১ হাজার সমর্থক উপস্থিত হয়েছিলেন শুধুমাত্র মোহনবাগানের টানে। দূর-দূরান্ত থেকে শিল্ড জয়ের সাক্ষী থাকতে। আট পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন যা নজির। ট্রফি তুলে দিলেন ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। রাত তখন ১০টা পেরোলেও স্টেডিয়াম পরিপূর্ণ। কারণ প্রিয় দলের জয়ের প্রতিটি মুহূর্ত হাতছাড়া করতে রাজি ছিলেন না কেউ। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে টিফো নামল। তারও আগে স্টেডিয়ামের বাইরে উৎসব। যেখানে মিশে গেল আর্ন্তজাতিক নারী দিবসও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*