মাথায় হাত রেখে নয় বরং একেবারে পা রেখে আশীর্বাদ করছেন বাবা। আর তা সাদরে গ্রহণ করছেন ভক্ত। দেবরাহা বাবার আশীর্বাদ নিতে গিয়েছিলেন সরসঙ্ঘ চালক মোহন ভগবত। রাঁচির অদূরে পুনডাঙে এদিন দেখা যায়, আরএসএস প্রধানের মাথায় পা রেখে একটি উঁচু মাচায় বসে আছেন বাবা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে দিয়েছেন আরএসএস নেতারাই।
বৃহস্পতিবারই রাঁচিতে গিয়েছিলেন মোহন ভগবত। আরএসএস-এর অনুষ্ঠানে সাবধান করে বলেছিলেন জাতীয়তাবাদ শব্দ উচ্চারণে সতর্ক থাকতে হবে। বেশি জাতীয়তাবাদ শব্দটি বলা যাবে না। তাহলে লোকে হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে সম্পর্ক করে ফেলতে পারে। জাতি বা জাতীয় শব্দ চললেও জাতীয়তাবাদে কার্যত নিষেধাজ্ঞা জারি করেছিলেন সঙ্ঘ প্রধান। এদিন তাঁকে দেখা গেল দেবরাহা বাবার আশীর্বাদ নিতে।
দেবরাহা বাবা উত্তরপ্রদেশে বিখ্যাত সাধুদের মধ্যে একজন। সালিমপুর থেকে তিন কিলোমিটার দূরে সরযূ নদীর তীরে প্রথম মাচা তৈরি করেছিলেন তিনি। ক্রমেই বেড়েছে তাঁর ভক্ত সংখ্যা। এরপর সরযূর তীর থেকে বৃন্দাবনে চলে আসেন তিনি। যমুনার তীরে তৈরি হয় তাঁর নতুন মাচা।
সময় যত এগিয়েছে, দেবরাহা বাবার ভক্ত বেড়েছে লাফিয়ে লাফিয়ে। উত্তরপ্রদেশের গণ্ডি ছাড়িয়ে বাবার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা উত্তর ও পূর্ব ভারতে। এখন তিনি এ রাজ্য সে রাজ্য ঘুরে ঘুরে আশীর্বাদ বিলিয়ে বেড়ান। সে ভাবেই রাঁচিতে চলছিল তাঁর আশীর্বাদ প্রদান শিবির। আর তাই রাঁচিতে থেকে সেখানে গিয়ে আশীর্বাদ নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি ভগবৎ।
Be the first to comment