আরএসএস প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। জানা গিয়েছে, বিহারের মুজাফ্ফরপুর আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। প্রসঙ্গত, ভারতীয় সেনা নিয়ে মন্তব্যের জেরে এক আইনজীবী মোহন ভাগবতের বিরুদ্ধে মামলা করেন। জানা গিয়েছে, অভিযোগকারী আইনজীবীর নাম এম রাজু নাইয়ার। বৃহস্পতিবার মামলার শুনানি হবে বলে খবর।
আইনজীবী বলেন, গত রবিবার মুজাফ্ফরপুরে আরএসএস প্রধান বলেন, লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি হতে ছ’মাস সময় নেবে সেনা। কিন্তু, সীমান্তে শত্রুদের মোকাবিলা করতে তিনদিনেই সেনাদল গঠনের ক্ষমতা রাখে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাঁর এই মন্তব্য শুধু দেশবাসীকেই আঘাত করেনি। ভারতীয় সেনাকেও অপমান করেছে।
মুজাফ্ফরপুরে আরএসএস-এর ওই অনুষ্ঠানে মোহন ভাগবত আরও বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনও সেনা সংগঠন নয়। কিন্তু, সেনার মতোই নিয়মানুবর্তিতা রয়েছে আমাদের। যদি দেশের প্রয়োজন হয় এবং দেশের সংবিধান অনুমতি দেয়, তাহলে সীমান্তের শত্রুদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত তাঁরা। যদিও দশ দিনের সফরে এখন বিহারে রয়েছেন মোহন ভাগবত।
Be the first to comment