তিন বছর পর ৩-২ গোলে মোহনবাগানকে হারালো মহামেডান, খেতাব জয় থেকে আরও দূরে সরলো ভিকুনার ছেলেরা

Spread the love

মিনি ডার্বির আগে ফুটবলারদের চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছিলেন বাগানের স্প্যানিশ কোচ ৷ কিন্তু তাতে কাজের কাজ কিছুই হল না ৷ বৃহস্পতিবার যুবভারতীতে ম্যাচের প্রথম ১০ মিনিটেই মহমেডানের কাছে ২ গোল হজম করলও মোহনবাগান ৷ প্রথমার্ধের আগে ব্যবধান কমালেও ম্যাচ জিততে পারল না বাগান ব্রিগেড ৷ শেষ পর্যন্ত ২-৩ গোলে মিনি ডার্বি হেরে গেলও মোহনবাগান ৷ সেই সঙ্গে খেতাব জয় থেকে আরও দূরে সরে গেল সবুজ-মেরুন শিবির ৷

অন্যদিকে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগের দিন মহামেডান ফুটবলারদের হাতে টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাসের অর্থ তুলে দেওয়া ম্যাজিকের মতো কাজ করে ৷ এদিন ম্যাচের শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলে সাদা-কালো ফুটবলাররা ৷ কিবু ভিকুনার ছেলেদের বিরুদ্ধে তিন-তিনটি গোল করে বাজিমাত করে মহামেডান ৷ এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে দু’ নম্বরে উঠে এলে সাদাকালো শিবির ৷ আর পাঁচ নম্বরে নেমে গেল মোহনবাগান ৷

এদিন অন্য ম্যাচে ভবানিপুরকে ২-০ হারিয়ে লিগ শীর্ষেই রইল পিয়ারলেস ৷ ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৭ ৷ তিন ও চারে রয়েছে যথাক্রমে ভবানিপুর ও ইস্টবেঙ্গল ৷ দু’জনের পয়েন্ট ১৪ ৷

এদিন মাত্র ৮ মিনিটেই করিম ওমোলাজার গোলে এগিয়ে যায় মহামেডান ৷ কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাদা-কালোর নাইজেরিয়ান ফুটবলার ৷ দু’ মিনিটের মধ্যেই ২-০ করে সাদাকালো শিবির ৷ তির্থঙ্কর সরকার ডিফেন্স লাইন ভেদ করে বাগানের জালে বল জড়াতে সক্ষম হন ৷ মাত্র ১০ মিনিটেই জোড়া গোল করে ম্যাচে দখল নেয় মহামেডান। তবে এদিন বাগান ফুটবলাররা পাসিং ফুটবলের উপর জোড় দিলেও গোলের দেখা পায়নি ৷ তবে ২৩ মিনিটের মাথায় গোলের দেখা পায় মোহনবাগান ৷ জোসেবা বেইতিয়ার দুরন্ত ফ্রি-কিকে ব্যবধান কমায় সবুজ-মেরুন ৷ বেইতিয়া’র গোলে ম্যাচে ফেরে বাগান ৷ ম্যাচে সমতা ফেরানোর সুযোগ ছিল বাগানের সামনে ৷ কিন্তু মহামেডান গোলকিপার প্রিয়ান্ত সিংয়ের দুরন্ত সেভে তা হয়নি ৷ পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে বেইতিয়া’র জোরাল শট আটকে দেন প্রিয়ান্ত ৷

প্রথমার্ধে আধিপত্য বজার রাখলেও শুরুতেই দু’ গোল হজম করায় ম্যাচ ফিরতে পারেনি বাগান ৷ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হজম করে ভিকুনার ছেলেরা ৷ ৬১ মিনিটে আবার চিড্ডির গোলের ব্যবধান বাড়ায় মহামেডান ৷ এর মিনিট ন’মিনিট পর বেইতিয়া’র ফ্রি-কিক থেকে সালভা চামোরোরা ফের ব্যবধান কমায়। কিন্তু শেষরক্ষা হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*