পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিলো খিদিরপুরের রিমাউন্ট রোড চত্বর। বাসের ধাক্কায় গুরুতর জখম হন এক পথচারী। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। পরপর বাস, গাড়িতে ভাঙচুর চালায় এলাকাবাসী। দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে চলে ব্যাপক ভাঙচুর।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী। পুলিশ গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইট ও পাথরবৃষ্টি। পরে পুলিশের আরও বাহিনী যায় ঘটনাস্থলে। লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতাকে ধাওয়া করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে শুরু হয় লাঠিচার্জ।
অন্যদিকে, বাসে আগুন ধরানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। একইসঙ্গে অলিগলিতে ঢুকে পুলিশের উপর ইট বৃষ্টি চালাতে থাকে বাসিন্দারা।
১২C, ১২C/১/A, ২৫৯ এই তিনটি রুটের বাসে আগুন লাগানো হয়। শুরু হয় রাস্তা অবরোধ। এরপরই ঘটনাস্থ পুলিশ এলে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করেছে পুলিশ।
মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Be the first to comment