নগদ টাকার খোঁজে এখনও হা হুতাশ করছেন সাধারণ মানুষ। তবে আরও ৭ দিনের আগে সমস্যা মেটার কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার একথাই স্বীকার করে নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সমস্যা সামনে আসতেই স্পষ্ট হয়েছে অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্কের সমন্বয়ের অভাবও। আগামী দু-দিনে এটিএমে নগদের যোগান বাড়বে। তবে তাদের চাহিদা পূরণ এখনই সম্ভব নয়।
নোট ভোগান্তি চলবে আরও ৭ দিন জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নোটের জোগান বাড়াতে প্রস্তুতি চলছে। কিন্তু প্রয়োজনীয় নোট-ই তো নেই। না রিজার্ভ ব্যাঙ্ক না, অন্য কোথাও ৷
Be the first to comment