পদ্মাবতীর পর এবার বিতর্কে রানি লক্ষ্মীবাঈ

Spread the love

সিনেমাতে সাম্প্রতিক বিতর্ক শুধু পদ্মাবতেই থেমে থাকল না, এবার বিতর্কের কেন্দ্রে রানি লক্ষ্মীবাঈ কে নিয়ে ছবি ‘‌মণিকর্ণিকা’‌। দীপিকার পর কঙ্গনা। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈকে নিয়ে তৈরি হচ্ছে ‘মণিকর্ণিকা‌’‌‌। রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে রয়েছেন কঙ্গনা, এখানে তাঁর স্বামীর চরিত্রে যিশু সেনগুপ্ত। তবে গোল বেধেছে এই ছবিটি নিয়েই। সিনেমাটির নির্মাতাদের কাছে চিঠি পাঠিয়েছে ‘সর্ব ব্রাহ্মণ মহাসভা‌’‌। চিঠির সারমর্ম হলো— ‘‌মণিকর্ণিকা’‌র বিষয়বস্তু আপত্তিকর এবং রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রহনন করা হয়েছে ছবিতে।‌ ‌‌কিছুদিন ধরেই রাজস্থানে শুটিং চলছে এই ছবির, জানা গেছে একটি গান এবং কিছু দৃশ্যে এক ইংরেজের সঙ্গে রানি লক্ষ্মীবাঈয়ের প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। এও জানা গেছে, লন্ডন প্রবাসী লেখিকা জয়শ্রী মিশ্রর বই ‘‌রানি’‌ অবলম্বনে এই ছবিটা বানানো হচ্ছে। ‌সর্ব ব্রাহ্মণ মহাসভার‌ সভাপতি সুরেশ মিশ্র প্রশ্ন তুলেছেন, যে বই উত্তরপ্রদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই বইয়ের বিষয় নিয়ে কেন সিনেমা হচ্ছে?’‌‌ স্পষ্ট হুমকি দিয়েছেন সর্ব ব্রাহ্মণ মহাসভা‌র সভাপতি সুরেশ মিশ্র, ‌‘‌রানি লক্ষ্মীবাঈ ছিলেন ব্রাহ্মণ মহিলা। আমাদের সম্প্রদায়ের ভাবাবেগ জড়িত রয়েছে তাঁর সঙ্গে। ‘‌মণিকর্ণিকা’‌তে কীভাবে দেখানো হয়েছে তাঁকে, আমাদের জানা দরকার। এই সম্পর্কিত একটি চিঠিও ছবির প্রযোজক কমল জৈনকে পাঠানো হয়েছিল ৯ জানুয়ারি। একমাস হয়ে গেল কোনও উত্তর আসেনি। এমন চললে ছবির শুটিং বন্ধ করে দিতে পিছপা হব না।’‌ এখন দেখা যাক এই বিতর্কে ‘মণিকর্ণিকা‌’‌ কতটা উপকৃত বা ক্ষতিগ্রস্ত হবে, তা সময়ই বলবে। আপাতত আলোচনার কেন্দ্রে ‌সর্ব ব্রাহ্মণ মহাসভা‌ সম্প্রদায়!‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*