বাঁদরের ছোঁড়া পাথরের আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। এফআইআরের দাবি নিয়ে পুলিশের দ্বারস্থ পরিবার। উত্তরপ্রদেশের বাগপাতের ঘটনা। জানা গেছে মৃতের নাম ধর্মপাল সিং। বয়স ৭২ বছর। বাগপাতের টিকরি গ্রামের বাসিন্দা তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গিয়েছিলেন তিনি। সেসময় গাছের উপর থেকে এক দল বাঁদর তার ওপর চড়াও হয়। কোনও কারণে উত্তেজিত হয়ে ছিল শাখামৃগের দল। সব রাগ গিয়ে পড়ে ওই বয়স্ক বৃদ্ধের উপর। গাছের মগডাল থেকে লাগাতার পাথর ছুঁড়তে তাকে লক্ষ্য করে। পাথরের আঘাতে মাথায় ও বুকে গুরুতর চোট পান তিনি। সেই আঘাতেই মৃত্যু হয় ধর্মপালের।
এরপরেই বাঁদরের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানার দ্বারস্থ হয় পরিবার। পুলিশ দুর্ঘটনা হিসেব ঘটনাটিকে নথি ভুক্ত করে। কিন্তু তাতেও সন্তুষ্ট নয় মৃতের পরিজনেরা। মৃতের ভাই জানান, রীতিমতো পাথর বৃষ্টি চালায় বাঁদরের দল। তার দাবি, দুর্ঘটনায় বাঁদরের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। কিন্তু এবার বেঁকে বসেছে পুলিশ। তাঁদের বক্তব্য, ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। কিন্তু বাঁদরের বিরুদ্ধে এফআইআর দায়ের কিভাবে সম্ভব? কার নামে এফআইআর দায়ের হবে? এমন অদ্ভূত এফআইআর দায়ের হলে, উল্টো পুলিশকে নিয়ে হাসি ঠাট্টা শুরু হবে। এমনটাই দাবি, থানার হাউজ অফিসার চিতোয়ান সিংয়ের। তিনি আরও বলেন, দুর্ঘটনা হিসেবেই সেটিকে নথিভুক্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টেও সেরকমটাই বলা হয়েছে। কিন্তু কোনও যুক্তিই মানতে নারাজ মৃতের পরিবার। তাদরে দাবি, এলকায় বাদরের দৌরাত্ম্য নতুন নয়। প্রায়ই মানুষের ওপর হামলা চালায়। তাই বাঁদরের বিরুদ্ধেই এফআইআর দায়ের করার দাবিতে অনড় ধর্মাপালের পরিবার।
Be the first to comment