বুধবার ৮ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তি। আর তার আগে মঙ্গলবার মোদী সরকারকে একহাত নিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মননোহন সিং। নোট বাতিল থেকে জিএসটি মনমোহনের বক্তব্যে বাদ গেল না কিছুই। এদিন নরেন্দ্র মোদীর খাসতালুক গুজরাতে দাঁড়িয়ে বিমুদ্রাকরণের বিরুদ্ধে সরব হলেন তিনি। গুজরাতে ব্যবসায়ী ও বণিকদের সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন নোট বাতিলের মতো হঠকারী সিদ্ধান্তের মধ্যে দিয়ে সংগঠিত লুঠকেই বৈধতা দেওয়া হয়েছে। পাশাপাশি নোট বাতিলের জন্য ঘোষিত কোনও লক্ষই পূরণ হয়নি বলে অভিযোগ করেন মনমোহন। তিনি আরও জানান দেশবাসীর উপর নোট বাতিলের মতো ভয়ংকর সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রসঙ্গও বাদ যায়নি মনমোহন সিংয়ের সমালোচনা থেকে।
এদিন জিএসিটি নিয়েও কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিএসটিতে যা নিয়মকানুন রাখা হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে তা একপ্রকার দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জিএসটির ফলে ভেঙে পড়েছে দেশের আর্থিক ও সামাজিক পরিকাঠামো।
Be the first to comment