করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বৃহস্পতিবার সকালে দিল্লির এমস হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
গত ১৯ এপ্রিল করোনা সংক্রমণ নিয়ে তাঁকে এমস-এর ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছিল। তিনি এখন সম্পূর্ণ বিপন্মুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে করোনা আক্রান্ত হলেও জ্বর এবং সামান্য কিছু উপসর্গ ছাড়া তেমন বড় কোনও শারীরিক কষ্ট তাঁর ছিল না। তা সত্ত্বেও তাঁর বয়সের কথা বিবেচনা করেই করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
করোনা প্রতিষেধকের দুটো ডোজই নেওয়া হয়ে গিয়েছে তাঁর। তা সত্ত্বেও আক্রান্ত হন। তিনি কোভ্যাক্সিন প্রতিষেধকের প্রথম ডোজ নেন মার্চের ৪ তারিখে এবং দ্বিতীয় ডোজ নেন ৩ এপ্রিল।
Be the first to comment