পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ। এর প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রভাব পড়তে পারে এ রাজ্যেও। উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বর্ষণের সম্ভবনা। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। শুক্রবারের মধ্যেই রাজ্যে বর্ষা অনুমান আবহাওয়াবিদদের।
বুধবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার কোচবিহারে হবে প্রবল বৃষ্টি, পরবর্তী ৪৮ ঘণ্টায় দার্জিলিং সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গে আজ আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দু এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ সকালে পরিষ্কার আকাশ পরে আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উচ্চতাজনিত অস্বস্তি চরমে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের এক ডিগ্রি উপরে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টি হয়নি কলকাতা শহরে।
Be the first to comment