মুডিজ-এর রেটিংয়ে উপরের দিকে উঠে এল ভারত

Spread the love

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ-এর রেটিংয়ে উপরের দিকে উঠে এল ভারত। আর শুক্রবার তার প্রভাব পড়ল শেয়ারবাজারে। ২০০৪ সালের পর এই প্রথম ভারতের ক্রেডিট রেটিং বাড়াল আর্থিক সমীক্ষক সংস্থা মুডিজ। রেটিংয়ের বিচারে ভারতীয় অর্থনীতি এখন Baa3 থেকে Baa2-তে উঠে এসেছে। তারই জেরে শুক্রবার বাজার খুলতেই সেনসেক্স, নিফটির সূচক ঊর্ধ্বমুখী।
রেটিং সংস্থার মতে, সরকারের আর্থিক সংস্কারের ফলে দেশে ব্যবসার ভালো পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে বাড়বে দেশি ও বিদেশি বিনিয়োগ। যার ফলে বাড়বে আর্থিক বৃদ্ধির হারও। এর ফলে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ পেতে সুবিধা হবে ভারতীয় সংস্থাগুলির। এর আগে ২০০৪ সালে প্রধানমমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জমানায় ক্রেডিট রেটিং বেড়ে হয়েছিল Baa3। জিএসটি লাগু, আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ, নোটবাতিলের মাধ্যমে কালো টাকার বিরুদ্ধে লড়াই ও ব্যাঙ্কগুলিকে অলাভজনক সম্পদের হাত থেকে মুক্তি দিতে সরকারের উদ্যোগের সুপ্রভাব রেটিংয়ে পড়েছে বলে জানিয়েছে মুডিজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*