অপেক্ষা চাঁদের মাটি ছোঁয়া; মাঝরাতেই পৃথিবীর কক্ষপথ পার করে ফেলল চন্দ্রযান-২

Spread the love

মঙ্গলবার গভীর রাতেই চন্দ্রযান-২ পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে পড়েছে চাঁদের মাটিতে। এখন কেবলই সময়ের অপেক্ষা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এক গুরুত্বপূর্ণ সাফল্যের প্রতীক হয়েই চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে ভারতের চন্দ্রযান; চন্দ্রযান-২।

মহাকাশ সংস্থা ইসরো (ISRO) জানিয়েছে, “ট্রান্স লুনার ইনসারর্শন পরিকল্পনা অনুযায়ী রাত্রি ২.২১-এ সফলভাবে এটি পরিচালিত হইয়েছে। উপগ্রহটি চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে।”

ইসরো আরও জানিয়েছে, মহাকাশযানটি ২০ আগস্টে চাঁদের নিকটে আসার সঙ্গে সঙ্গেই এর তরল ইঞ্জিনটিকে আবার চাঁদের কক্ষপথে প্রবেশের জন্য চালনা করা হবে। ইসরোর কথা অনুযায়ী, “এভাবেই, চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে চাঁদের মেরু পেরিয়ে মহাকাশযানকে তার চূড়ান্ত কক্ষপথে পাঠানোর জন্য চারটি কক্ষপথ কৌশলের মধ্যে দিয়ে পেরোতে হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*