গোল না পেয়ে সমালোচনার মুখে স্পেনের স্ট্রাইকার মোরাতা

Spread the love

ইউরোর গ্রুপ ‘ই’ র ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইডেন ও স্পেন। খেলা গোল শূন্য ভাবে শেষ হলেও, স্পেনের আক্রমণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। স্পেনের আলভারো মোরাতাকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যে ভাবে তিনি একের পর এক মিস করেছেন তাতে স্পেনের ২৮ বছরের এই স্ট্রাইকার সামলোচনার মুখে পড়েছেন। তবে এবার তাঁর পাশে দাঁড়ালেন স্পেনের কোচ লুইস এনরিকে ও তাঁর সতীর্থরা। তারা নিশ্চিত পরের ম্যাচে গোল পাবেন মোরাতা।  

ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার এবার আন্তর্জাতিক মঞ্চের সতীর্থকে রক্ষণ করতে বিতর্কের মঞ্চে নামলেন। সুইডেন ম্যাচ ড্র হওয়ার পরে স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতার পাশে দাঁড়ালেন স্পেনের ডিফেন্ডার আয়েমরিক লাপোর্তে। এদিনের ম্যাচে গোল পায়নি স্পেন, এরপরেই স্পেনের স্ট্রাইকারদের দিকে আঙুল উঠেছে, প্রশ্ন উঠছে। তবে সেই সব প্রশ্নকে পাত্তা দিতে চান না স্পেনের ডিফেন্ডার আয়েমরিক লাপোর্তে। 

লাপোর্তা জানান, ‘আপনি কখনও আলভারোর মতো অ্যাটকারকে নিয়ে প্রশ্ন করতে পারেন না। সে তো ইতিমধ্যেই অনেক কিছু প্রমাণ করেছেন। পরের বার ও নিশ্চই গোল করবে আবে সকলকে চুপ করিয়ে দেবে।’

লাপোর্তার পরে স্পেনের কোচ লুইস এনরিকেও মোরাতা প্রসঙ্গে মুখ খোলেন সঙ্গে তিনি দলের পারফরমেন্স নিয়েও নিজের মত জানান। এনিরেক জানান, ‘আমিও মোরাতার প্রশংসা শুনেছি, এবং আমি এই বিষয়ে আরও লক্ষ্য দেব।’ তিনি আরও জানান, ‘মোরাতা হলেন খুব ভাল খেলোয়াড়, সে নিজের কাজটা খুব ভাল ভাবে করতে জানেন। আজ আমাদের ভাগ্য সাথ দেয়নি। কিন্তু এটাই ফুটবল এটাই জীবন।’

অনেকেই মনে করছেন শুধু মাত্র মারোতার দিকেই বিতর্ক ও সামালোচনা ঝড় উড়ে আসছে, যা মানতে নারাজ ফুটবল বিশ্বের এক অংশ। কারণ শুধু মাত্র মোরাতাই তো স্পেনের হয়ে খেলেননি। মিডফিল্ডার ড্যানি ওলমো বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন সকলে সমালোচনা করছেন। ভক্তরা আমাদের পাশে রয়েছেন, তারা আমাদের সমর্থন করছেন।’    

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*