বসন্ত পঞ্চমীতে মহাকুম্ভে পূণ্যস্নান সারলেন ১.২৫ কোটির বেশি পূণ্যার্থী, ভির সামাল দিতে সতর্ক যোগী সরকার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-মৌনি অমাবস্যার ভয়ঙ্কর রাত এখনও ভুলতে পারেননি অনেকেই। সেই রাতে পূণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। জখম হন ৬০ জনেরও বেশি। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বসন্ত পঞ্চমীর পূণ্যস্নান সুচারু ভাবেই সম্পন্ন করল যোগী সরকার। সোমবার বসন্ত পঞ্চমীতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, ‘হর হর মহাদেব’ ধ্বনির মধ্যেই দুপুর ১২টার মধ্যেই পূণ্যস্নান সেরেছেন ১ কোটি ২৫ লক্ষ্যেরও বেশি পূণ্যার্থী। সব মিলিয়ে রবিবার পর্যন্ত প্রায় ৩৫ কোটি মানুষ কুম্ভে এসে অমৃতস্নান করেছেন বলে জানিয়েছে যোগী প্রশাসন। শুধুমাত্র গত রবিবারই এসেছেন ১.২০ কোটি মানুষ। উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি বৈভব কৃষ্ণা বলেন, ‘ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে। প্রত্যেক আখাড়ার তরফে সুষ্ঠু ভাবে স্নান হয়েছে। ইতিমধ্যেই মহানির্বাণী আখড়া, নিরঞ্জনী আখড়া এবং জুনা আখড়ার তরফে স্নান সম্পন্ন হয়েছে। বাকি আখড়াগুলিও ধীরে ধীরে অমৃতস্নান সারবে। ভিড় সামাল দিতে সবরকমের পদক্ষেপ করেছি আমরা।’

বসন্ত পঞ্চমীর পূণ্যস্নানকে কোনও রকম দুর্ঘটনারহিত করতে কোমড় বেঁধে নেমে পড়েছিল যোগী প্রশাসন। ব্যক্তিগতভাবে নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। ২৪ ঘন্টা টানা নজরদারির জন্য একটি ওয়ার রুম খোলা হয়েছে। রাত সাড়ে ৩টে থেকে সেই ওয়ার রুমে উপস্থিত ছিলেন সমস্ত আধিকারিকরা। ২৫টি সেক্টরে ৩০০০ সিসিক্যামেরায় নজরদারি চলেছে। ভিড় নিয়ন্ত্রণেও পুলিশকর্মীরা ছিল অনেকটাই সতর্ক। কুম্ভমেলা কর্তৃপক্ষ মনে করছে মেলার বাকি ২৩ দিনে পবিত্র স্নান সারবেন অন্তত ৫০ কোটি পূণ্যার্থী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*