ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকার দিন শেষ। এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। ডেঙ্গুর জীবানুবাহী এডিস ইজিপ্টাই মশা মারার একটি সফল পরীক্ষা হয়েছে। তাতে দেখা গিয়েছে, ৮০ শতাংশ মশাই মরে গিয়েছে। এই মশাকে পৃথিবীর মারাত্মকতম কীট বলা হয়ে থেকে। অস্ট্রেলিয়ার পরীক্ষকদল উষ্ণায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়া এই মশাদের বৃদ্ধি শেষ করতে সফল হয়েছেন। প্রতিবছরই লাখ লাখ মানুষ ডেঙ্গু, চিকনগুনিয়া বা জিকায় আক্রান্ত হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জিকা মানুষের কাছে আসন্ন বিপদ। ডেঙ্গু ও চিকনগুনিয়াও অত্যন্ত বড় বিপদ। পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ার গবেষকরা প্রায় ২ কোটি এমন এডিস ইজিপ্টাই মশার প্রজনন করিয়েছেন, যারা কামড়ায় না। এই মশাদের পায়ে সাদা দাগ থাকে। তাদের উলবাকিয়া ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটানো হয়। এর ফলে তারা প্রজনন ক্ষমতা হারিয়েছে।
বিজ্ঞানীরা সেই মশাগুলি বাইরে ইনিসফিল শহরে পরীক্ষা ক্ষেত্রে ছেড়ে দেন। এই শহরের জনসংখ্যা ৭ হাজারের মতো। দেখা গিয়েছে, মেয়ে মশারা ডিম প্রসব করলেও তা থেকে মশার জন্ম হয়নি। জেমস কুক বিশ্ববিদ্যালয় ও কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন যৌথভাবে এই পরীক্ষা চালায়। এই স্টেরাইল ইনসেক্ট টেকনিক পাঁচের দশক থেকেই চালানো হচ্ছে। কিন্তু এই প্রথম এডিস ইজিপ্টাই মশার ওপর এই পরীক্ষা পদ্ধতি প্রয়োগ করা হল।
Be the first to comment