সোমবার মসুলে নিহত ৩৮ জন ভারতীয়র দেহ নিয়ে আসা হলো। আইএএফ-এর বিশেষ বিমানে মৃতদেহগুলি অমৃতসরে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং-এর তত্ত্বাবধানে দেহগুলি নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, এদিন দুপুরে আইএএফ-এর বিমানে মৃতদেহগুলি অমৃতসরে নিয়ে আসা হয়। বিমানবন্দরে ছিলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু। এছাড়াও বিভিন্ন রাজ্যের আধিকারিকরাও নিহত ভারতীয়দের কফিনগুলি গ্রহণ করতে উপস্থিত ছিলেন।
পাশাপাশি ইরাক সরকারকে ধন্যবাদ জানান ভি কে সিং। তিনি বলেন, নিহত ভারতীয়দের দেহগুলির হদিশ পাওয়া ও তা দেশে ফেরত আনার বিষয়ে সেদেশের সরকার যথেষ্ট সাহায্য করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, গত ২০ মার্চ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রাজ্যসভায় জানান, ২০১৪ সালে মসুলে যে ৩৯ জন ভারতীয় নিখোঁজ ছিলেন, তাঁদের হত্যা করেছে আইএসআইএস জঙ্গিরা। বিদেশমন্ত্রীর এই বক্তব্যের পরই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলি। এরপর ইরাক থেকে দেহগুলি দেশে ফেরাতে তৎপর হয় কেন্দ্র।
Be the first to comment