পাঁচ বছরের মেয়েকে বিষ খাইয়ে মা আত্মঘাতী, ঘটনা মধ্যমগ্রামের..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মধ্যমগ্রামের দোহারিয়া শৈলেশ নগর দুর্গা মণ্ডপ সংলগ্ন ভাড়া বাড়ি থেকে এক মা ও তাঁর পাঁচ বছরের কন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পাঁচ বছরের কন্যাকে খুন করে আত্মহত্যা করলেন মা।

মধুমিতার স্বামী পিচ-বোর্ড কারখানার শ্রমিক। তিনি ওভারটাইমে কাজ করার সময় বিকেলে দু’বার স্ত্রীকে ফোন করেন, কিন্তু কোনও সাড়া না পেয়ে পাশের মুদিখানার দোকানে ফোন করে খোঁজ নেন। এরপর অন্যান্য ভাড়াটিয়া ও প্রতিবেশীরা ঘরের দরজা খুলে দেখেন, মধুমিতা ও তাঁর মেয়ে প্রশংসার নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে।

দ্রুত তাঁদের পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতাল রোমালিন্ডা-তে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ পাঠানো হয় মধ্যমগ্রাম মাতৃসদনে।

এই রহস্যজনক মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পরিবারের আত্মীয় ও স্বামীও বুঝে উঠতে পারছেন না, হঠাৎ কেন এই মর্মান্তিক পরিণতি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*