
রোজদিন ডেস্ক, কলকাতা:- সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে থেকে দুই শিশুকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে বিধাননগর (উত্তর) থানার পুলিশ তাদের নিয়ে যায়। অভিযোগ, রাতে ওই দুই শিশুর মা তাদের ওই এলাকায় রেখে চলে যান। রাত গড়িয়ে সকাল হলেও ওই মহিলার কোনও খোঁজ মেলেনি।
এদিন সকাল আটটা নাগাদ সিজিও কমপ্লেক্সের সামনে ওই দুই শিশু উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। পথচলতি মানুষদের তাদের দেখে সন্দেহ হয়। স্বাভাবিকভাবেই খুদেদের কাছে তাঁরা পরিচয় জানতে চান। কিন্তু তারা বিশেষ কিছুই বলতে পারেনি। শুধু জানায়, তারা সম্পর্কে ভাই-বোন। এরপরই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ পর শিশুদের পরিচয় জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, নাবালিকার নাম সতী নায়েক। বয়স ৯ বছর। তার ভাই সবুজ নায়েক। তার বয়স ৬ বছর। টালিগঞ্জের তেঁতুলতলার বাসিন্দা তারা। পারিবারিক অশান্তির কারণেই নাকি দুই সন্তানকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল তাঁদের মা। পরবর্তীতে কোনওকারণে তাদের রাস্তায় ফেলে রেখেই আত্মীয়ের বাড়ি চলে যান। শিশুদের কাছে থাকা মোবাইলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাঁদের কাছ থেকেই এই তথ্য মিলেছে বলে খবর।
Be the first to comment