মোতিহার বাস দুর্ঘটনায় কেউই মারা যাননি: বিহার মন্ত্রী

Spread the love

বিশেষ প্রতিনিধি,

২৭ জনের মৃত্যু নাকি হয়ই নি! এমনই মত বিহারের প্রাকৃতিক বিপর্যয়মন্ত্রীর৷ বৃহস্পতিবারই রাজ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২৭ জন মারা গিয়েছেন৷ অথচ এতগুলো মৃত্যুর নাকি কোনও খবরই নেই বিহারের ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রী দীনেশ চন্দ্র যাদবের কাছে৷

অথচ গতকালই তিনি স্বীকার করেছিলেন যে ২৭ জন লোকের মৃত্যুর খবর মিলেছে৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সূত্র ধরে রাজ্য সরকারের কাছে এই খবর এসেছিল৷ কিন্তু তার সত্যতা মেলেনি৷

প্রাথমিক তদন্ত রিপোর্ট ও পুলিশের দেওয়া তথ্য মিলিয়ে দেখা হবে, তার পরে কোনও বক্তব্য রাখবে রাজ্য সরকার৷

শুক্রবার এই দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়, এমন কোনও খবর রাজ্য সরকারের কাছে নেই৷ মৃত্যুর খবর ভুয়ো৷

তাঁর বক্তব্য ১৩ জন সম্পর্কে তথ্য মিলেছে৷ বাকিদের মধ্যে ৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অন্যদের ৫ জনের কোনও হদিশ নেই৷ মন্ত্রীর মতে তারা দুর্ঘটনার পরেই নাকি এলাকা ছেড়ে চলে যায়৷ এই অদ্ভুত যুক্তি নিয়ে যথেষ্ট বিব্রত বিহার সরকার৷ তবে এখনও সাফাই দিয়ে কোনও যুক্তি দেয়নি সরকার৷

তবে যেখানে বিহার সরকারের তরফে মৃতের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে ক্ষতিপূরণ ঘোষণা হল, সেখানে এই হাস্যকর যুক্তির কারণ খুঁজে পাচ্ছেনা না কেউই৷

বৃহস্পতিবার বিকেলে বিহারের মোতিহারি জেলার কোটওয়া থানা এলাকায় বাস দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস বিহারের মুজাফফরপুর থেকে নয়াদিল্লিতে যাচ্ছিল। বাসটি ২৮ নম্বর জাতীয় সড়কের একটি বাঁক নেওয়ার সময় চলন্ত এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*