দীর্ঘ লড়াইয়ের পর মেয়েকে হারালেন বিখ্যাত অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়। অসুস্থতার সঙ্গে লড়াই করে চলে গেলেন মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল ডিকি সিনহা। জানা গিয়েছে, হাসপাতাল থেকে বাড়িতে আনার পর আচমকাই বৃহস্পতিবার মাঝরাতে মৃত্য়ু হয় মৌসুমি-কন্যার ৷ যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
উল্লেখ্য, ছোট থেকেই ডায়াবেটিক ছিলেন মৌসুমি-কন্যা পায়েল ৷ ২০১৭ সালে পায়েলকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু ২০১৮ সালে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন পায়েলের স্বামী ডিকি সিনহা ৷ যদিও বাড়িতে আনার পর থেকে পায়েলের মানসিক চিকিৎসা বন্ধ ছিল বলে খবর পাওয়া যায়।
অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায় এবং তাঁর স্বামী জয়ন্ত চট্টোপাধ্যায় এর আগে পায়েলের প্রতি যত্নশীল না হওয়া এবং দেখাশোনা না করার অভিযোগ এনে শ্বশুরবাড়ি লোকজনদের দোষারোপ করেছিলেন। এছাড়াও বলেছিলেন তাঁদের মেয়ের সঙ্গে দেখা করতে অনুমতি দিচ্ছেন না শ্বশুরবাড়ি লোকজনরা। এপ্রিল মাসে পায়েলকে হাসপাতাল থেকে ছাড়া পায়। ২০১০ সালে পায়েল-ডিকি বিবাহবন্ধনে আবদ্ধ হইয়েছিলেন বলে মৌসুমি চট্টোপাধ্যায় পিটিশনে জানিয়েছিলেন।
Be the first to comment