ঘুরে- ট্যুরে

Spread the love

ঘুরে আসুন মৌসুনি….

জানিনা আপনারা মৌসুনির নাম শুনেছেন কিনা? প্রথমেই 88049 88050 নম্বরে ফোন করে আগে থেকেই বুকিং করে নিন মৌসুনি ওয়েভস ক্যাম্পে। কথা মতো ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করে বুকিং কনফার্ম করে বেরিয়ে পড়ুন। কাকদ্বীপ-নামখানা-সাতমাইল হয়ে পৌঁছবেন হুজিতের ঘাটে। সেখান থেকে নদী পার হবেন। নদীর ওপার থেকে টোটো ধরে যাবেন ১৬ সোয়াল, বটতলা। ডানদিকের রাস্তা ধরে এগোলেই পৌঁছে যাবেন “মৌসুনি ওয়েভস” ক্যাম্পে।

ক্যাম্পটা প্রায় বিঘা দুয়েক জায়গা নিয়ে। জমির বেশির ভাগটাই ঝাউ বন। সেই ঝাউ বনে প্রচুর হ্যামক বা দোলনা ঝোলানো আছে। সমুদ্রের দিকে উঁচু করে বাঁধ দেওয়া। শোনা যায় পূর্ণিমা-অমাবস্যায় নাকি বাঁধের গোড়া পর্যন্ত সাগর চলে আসে। যাই হোক ক্যাম্পে পৌঁছালে ডাবের জল পাবেন। আর তারপর চা খেয়ে বেরিয়ে পড়ুন সাগরের উদ্দেশ্যে। এখানে সাগরে ঢেউ বকখালীর থেকে অনেকটাই বেশি। স্নান করে বেশ মজা পাবেন। স্নান করে ফিরে লাঞ্চ সেরে নিন। তারপর বিকেলে চা খেয়ে হাঁটতে বেরিয়ে পড়ুন।

এখানে প্রচুর জেলের বাস। তারা সাগর থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ওদের থেকে নামমাত্র মূল্যে কিছু মাছ কিনে নিন। ফ্যাসা, আমুদি, তোপসে, চিংড়ি সব মেলানো মেশানো মাছ পাবেন। ক্যাম্পের স্টাফদের ব্যবহারও খুব ভাল। সব সময় মুখে হাসি লেগেই আছে। এরপর চাঁদের আলোয় সাগরের ঢেউ বড় মায়াবী লাগবে।

তবে তাঁবুগুলো এখানে একটু অন্য রকমের। ৫ জনের জন্য দুটো টেবিল ফ্যান। আর একটা সিলিং ফ্যানের ও ব্যবস্থা রয়েছে। তাঁবুতে চারটে জানালাও রয়েছে। সাগরের ধারে হাওয়াও বেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*