মোজাম্বিকে আবর্জনার স্তুপ ধসে কমপক্ষে ১৭ জনের মৃত্যু

Spread the love

আফ্রিকার ভারত মহাসাগরের দিকে উপকুলবর্তী দেশ মোজাম্বিকে আবর্জনার স্তুপ ধসে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আবর্জনার স্তুপের মধ্যে আরও লোকজন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাছাকাছি থাকা বেশ কিছু বাড়ি-ঘরের ওপর ওই আবর্জনার স্তুপ ধসে পড়ে বলে সূত্র থেকে জানা গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার স্থানীয় সময় মধ্যরাত তিনটার দিকে রাজধানী ম্যাপিতোর হুলেনে আবর্জনার স্তুপ ধসে পড়ে। পাঁচটি বাড়ি আবর্জনার স্তুপের নিচে চাপা পড়েছে।
আর্বজনার স্তুপ ধসে পড়ার আগেই সেখানকার অবৈধ বাড়ি-ঘর থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। আর্বজনা জমতে জমতে তা একটি তিনতলা ভবনের সমান উঁচু হয়েছিল। ফলে এটি যে কোনো ধসে পড়বে বলে সতর্ক করা হয়েছিল। জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, মোজাম্বিকের ৫৫ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় দেড় কোটি মানুষ দরিদ্র। মারিয়া হুও নামের এক বাসিন্দা জানিয়েছেন, কর্তৃপক্ষ নিরাপদভাবে আবর্জনা সরিয়ে ফেলতে বিফল হয়েছেন। ওই দুর্ঘটনায় তার ছেলে আহত হয়েছেন এবং তার বাড়ি চাপা পড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*