ফেরা হল না বাড়ি, ট্রাকের ধাক্কায় মৃত স্বামী-স্ত্রী সহ ৪ পরিযায়ী শ্রমিক

Spread the love

বাড়ি ফিরতে চাওয়া শ্রমিকদের মৃত্যু যেন থামছেই না। শনিবারের পর আবারও সামনে এল একই ঘটনা। ট্রাকের চাকায় পিষ্ট স্বামী-স্ত্রী সহ ৪ পরিযায়ী শ্রমিক। ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বরওয়ানিতে।

এএনআই-এর খবরে বলা হয়েছে, মধ্যপ্রদেশের বরওয়ানিতে একটি ট্র্যাঙ্কার ট্রাকে পিষ্ট হয়ে এক পরিযায়ী শ্রমিক, তাঁর স্ত্রী এবং অন্য ২ জন ব্যক্তি মারা গেছেন। এই চার ব্যক্তি মহারাষ্ট্র থেকে ইন্দোরে ফিরে আসছিলেন। র আগে শনিবার উত্তরপ্রদেশের আড়াইয়া জেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় ২৫ জন শ্রমিকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ঘটল এই দুর্ঘটনা।

এর আগে শনিবার মধ্যপ্রদেশেই সাগর জেলায় শ্রমিকদের ট্রাক উলটে মৃত্যু হয় ৫ পরিযায়ী শ্রমিকের। এএসপি পারভিন ভুরিয়া জানিয়েছেন, ওই শ্রমিকেরা একটি ট্রাকে করে মহারাষ্ট্র থেকে উত্তর প্রদেশে যাচ্ছিল। ট্রাকটি উলটে যেতেই মৃত্যু হয় শ্রমিকদের।

ওইদিনই রাত সাড়ে ৩ টে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের আউরাইয়া এলাকায়। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ২৪ পরিযায়ী শ্রমিকের। ২৪ জনের মৃত্যুর পাশাপাশি আহত হন আরও ১৫-২০ জন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

মর্মান্তিক ওই দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক আখ্যা দিয়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশে শ্রমিকদের ফেরা ঘিরে মৃত্যু যেন লেগেই আছে। প্রথম বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া যায় গত সপ্তাহে মহারাষ্ট্রে। পরিযায়ী শ্রমিকদের দেহের ওপর দিয়ে চলে যায় একটি মালবাহী ট্রেনের খালি রেক। ঘটনায় ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। রেলট্রাক ধরে হাটছিলেন ওই শ্রমিকেরা। দিনভর হাঁটার পর তারা ক্লান্ত হয়ে রেললাইনের ওপরেই বিশ্রাম নিচ্ছিল। ভোর ৫ টা ১৫ নাগাদ চলে আসে মালগাড়ি, ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*