স্কুলে নাম ডাকার সময়ে বলতে হবে জয় হিন্দ, ফরমান রাজ্য সরকারের

Spread the love

বিশেষ প্রতিনিধি,

মধ্যপ্রদেশ সরকারের নিদান এখন থেকে প্রতিটি সরকারি স্কুলে নাম ডাকার সময়ে বলতে হলে জয় হিন্দ৷ এমনই বাধ্যতামূলক ব্যবস্থা চালু করতে চলেছে শিবরাজ সিং চৌহান সরকার৷

সরকার যে এরকম একটি নির্দেশিকা জারি করতে চলেছে, তা ২০১৭ সালেই আভাস দিয়েছিলেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিজয় শাহ। রাজ্যের ১ লক্ষ ২২ হাজার স্কুলে ওই নির্দেশিকা কার্যকর করা হবে। এমনকী রাজ্যের বেসরকারি স্কুলগুলিতেও তা কার্যকর করা হবে।

বিজয় শাহ জানিয়েছেন, এই সপ্তাহ থেকেই সরকারি স্কুলে নাম ডাকার সময়ে পড়ুয়াদের ‘ইয়েস স্যার’,‘ইয়েস ম্যাম’-এর পরিবর্তে বলতে হবে ‘জয় হিন্দ’। এতে পড়ুয়াদের মধ্যে মধ্যে দেশভক্তি বাড়বে। এতে কারও কোনও আপত্তি হবে না বলেই মনে করছেন তিনি৷

২০১৭ সালের ১ অক্টোবর মধ্যপ্রদেশের সাতারা জেলায় এই ধরনের নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন। তখন বিজয় শাহ ঘোষণা করেন, এই উদ্যোগ যদি সফল হয় তাহলে গোটা রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে একই নির্দেশিকা জারি করা হবে৷

এবিষয়ে সম্মতি জানান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও৷ তার অনুমতি মিলেছে মঙ্গলবার৷ বুধবার থেকেই রাজ্যেক সবকটি সরকারি স্কুলে এই নির্দেশিকার বাস্তবায়ন করা হবে বলে জানা গিয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*