তবে কী এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ক্যাপ্টেন কুল?

Spread the love

তৃতীয় ওয়ান ডে-তে ভারতকে হারিয়ে ২-১ এ সিরিজ জিতেছে ইংল্যান্ড। বিরাট কোহলির নেতৃত্বে এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হারল ভারত। ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে এখন সমালোচনা হচ্ছে চতুর্দিকে। কিন্তু ম্যাচের পরের ফুটেজ সেই আলোচনাকে ছাপিয়ে গেছে অন্য বিষয়ে। ওই ফুটেজে দেখা যাচ্ছে, ভারতীয় উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি প্যাভিলিয়নে ফেরার সময় আম্পায়ারের কাছ থেকে বল চেয়ে নিচ্ছেন। তাই এখন অনেকেই মনে করছেন, শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করবেন ক্যাপ্টেন কুল।

এর আগে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর একই ধরনের ঘটনা ঘটেছিল। সেই বছর মেলবোর্ন টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৯ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্ট ড্র করেন ধোনি। মাঠ ছাড়ার সময তুলে নেন স্ট্যাম্পগুলি। তারপরই হঠাৎ ঘোষণা করেন, তিনি আর টেস্ট খেলবেন না। এর আগে এ বিষয়ে কোনও ঘোষণা হয়নি, কোনও বিদায় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়নি। হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*