কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ভাই মুজিবর রহমান। রবিবার সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের বাড়ি গিয়ে তৃণমূলে যোগ দেন মুজিবর।
মুজিবর ও তাঁর স্ত্রী রেজমি খাতুনের হাতে পতাকা তুলে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দোপাধ্যায় ছাড়া, তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয় এটা বুঝছেন অনেকে। যোগদান তো দলকে সব সমই শক্তিশালী করে। আর রাজ্যের বিরোধী দলনেতার ভাই তৃণমূলে যোগ দিল ৷ এই থেকে প্রমাণিত হয় কংগ্রেস কিছু করে না।
তৃণমূলে যোগ দিয়ে মুজিবর ও রেজমি জানান, তৃণমূলে কাজ করার ইচ্ছা ছিল অনেকদিন। আব্দুল মান্নানের ভাই বলে কিছু নয়। রাজনীতিতে প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে। তাই কল্যাণদার কাছে জানিয়েছিলাম। দাদা আবদুল মান্নান কংগ্রেস নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা ৷ এতে তাঁদের কোনও অসুবিধা হবে না বলে জানান মুজিবর। তাঁর মতে, অনেক পরিবার আছে যেখানে সদস্যরা বিভিন্ন দল করেন।
এই প্রসঙ্গে আব্দুল মান্নান জানান, মুজিব আমার ভাই এটা ঠিকই কিন্তু ও আমার সঙ্গে থাকেও না। শ্রীরামপুরে ফ্ল্যাট নিয়ে থাকে। কোনওদিন কংগ্রেস করেনি। এখন ওরা (তৃণমূল) যদি দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় আমি কী করব! যে ভাইয়ের আমার কাছেই গুরুত্ব নেই অন্যের কাছে কী গুরুত্ব থাকবে জানি না।
Be the first to comment