ব্রডব্যান্ড সেক্টরে জিওগিগাফাইবার আনছে রিলায়েন্স। ঘোষণা মুকেশ আম্বানির। দুবছর আগে জিও মোবাইল ফোন সার্ভিস চালু করার পর এবার জিওগিগাফাইবার। আম্বানি জানিয়েছেন, “এবার বাড়ি, ব্যবসাকেন্দ্র, ছোট ও মাঝারি শিল্পের পাশাপাশি বড় শিল্পেও ফাইবার সংযোগ আনছি আমরা। একইসঙ্গে এক হাজার শহরে সবথেকে আধুনিক ফাইবার ভিত্তিক সংযোগ চালু হবে। পৃথিবীর মধ্যে এটাই হবে সবথেকে বড় ব্রডব্যান্ড সার্ভিস।
মুম্বইয়ে রিলায়েন্সের ৪১তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা করেন মুকেশ আম্বানি। তাঁর দাবি, রিলায়েন্স এখন স্বর্ণযুগে। পেট্রোকেমিকেলের সঙ্গে গ্রাহকসেবায় সমান মনোযোগ দেবে রিলায়েন্স। পুরো আয়টাই ব্যয় করবে গ্রাহকদের জন্য। এদিন জিও ফোন ২ উদ্বোধন করা হয়েছে। তাতে সম্পূর্ণ কি প্যাড রয়েছে। রিলায়েন্সের ব্ভহারকারীর সংখ্যা ২ কোটি ১৩ লাখ থেকে একবছরে বেড়ে হয়েছে ২ কোটি ১৫ লাখ। জিও ডাটা ব্যবহার হয়েছে ২৪০ কোটি জিবি। সাধরাণত অপটিক ফাইবার বাড়ির একটি জায়গায় এনে তাপর প্রথাগত কেবল দিয়ে গ্রাহকেদর সঙ্গ সংযোগ করা হয়। তাতে গতি কমে যায়। রিলায়েন্স বাড়ি বাড়ি সংযোগ চালু করলে গতি বেড়ে যাবে অনেকটাই। রিলায়েন্স জিও-র সাফল্য অত্যন্ত সীমিত। মাত্র ১ শতাংশ লাভ করেছে এটি।
Be the first to comment