বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি

Spread the love

জুলাইতেই ফোবর্সের তৈরি বিশ্বের সেরা ধনীদের তালিকায় অষ্টমে ছিলেন ভারতের ধনীতম ব্যক্তি ৷ লকডাউনের মধ্যেই একের এক ধনকুবেরদের ছাপিয়ে তালিকায় এবার পঞ্চম ধনীতম ব্যক্তি হিসাবে উঠে এলেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ সম্পত্তির নিরিখে পিছনে ফেললেন মার্কিন ধনকুবের বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটকে।

Forbes Real-Time Billionaires এর তথ্য অনুযায়ী, মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ এখন ৭৫.১ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫.৬১ লক্ষ কোটি টাকা। অন্যদিকে, ফোবর্সের দেওয়া তথ্য অনুযায়ী ওয়ারেন বাফেটের মোট সম্পত্তির পরিমাণ ৭০.১ বিলিয়ন মার্কিন ডলার ৷

গত এপ্রিল থেকে জিও-তে একের পর এক বিদেশি বিনিয়োগ আসছে ৷ রিলায়েন্স কর্ণধারের সম্পত্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে জিও প্ল্যাটফর্ম। লকডাউনের এই কঠিন সময়েও সংস্থায় প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি এসেছে।

তিন মাসেরও কম সময়ে জিও ডিজিটাল প্ল্যাটফর্মে এসেছে ১৪টি বিদেশি লগ্নি ৷ এই সময়ের মধ্যেই ফেসবুক এবং গুগল সহ বড় বিনিয়োগকারীদের কাছে জিও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রায় ৩৩ শতাংশ শেয়ার বিক্রি করে সংস্থার কাঁধে থাকা সমস্ত ঋণ শোধ করে দেয় আম্বানির সংস্থা। এর সঙ্গেই ভারতের সবচেয়ে ‘দামি’ প্রতিষ্ঠান হয়ে উঠেছে রিলায়েন্স।

৬৩ বছর বয়সি মুকেশ আম্বানিই এশিয়ার একমাত্র ব্যক্তি, যিনি বিশ্বের প্রথম ১০ ধনীতম ব্যক্তির মধ্যে রয়েছেন ৷ মাত্র দেড় সপ্তাহের মধ্যেই বিশ্বের সেরা দশ ধনীতম ব্যক্তিদের তালিকায় ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কর্ণধার ৷ এখন তাঁর সামনে রয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ ৮৮.১ বিলিয়ন মার্কিন ডলার। এই তালিকার শীর্ষে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পদ ১৮৫.৮ মার্কিন বিলিয়ন ডলার। দ্বিতীয় বিল গেটস ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*