
রোজদিন ডেস্ক, কলকাতা:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বড় ঘোষণা রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানির। বুধবার তিনি বক্তব্য রাখতে উঠেই জানালেন ‘বাংলায় ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে’।
শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানে উপস্থিত রয়েছেন ৪০ টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ মোট ৫ হাজার বিশিষ্ট শিল্পপতি- শিল্প বিশেষজ্ঞরা। আর সেখান থেকে বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি। বক্তব্যের শুরুতে বাংলার মণীষীদের প্রণাম জানিয়ে তিনি বলেন, ‘বাংলায় ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।’ রিলায়েন্স গোষ্ঠীর মালিকের কথায়, ‘বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলায় লগ্নির পরিবেশ ভালো। মমতা মানেই বিজনেস।’ তাই বাংলায় দ্বিগুণ বিনিয়োগের ঘোষণা করেন আম্বানি। তিনি বলেন, বাংলায় এনার্জি সেক্টরে এবং বস্ত্রশিল্পেও বিনিয়োগ করবে রিলায়েন্স। বাংলার জামদানি শাড়িকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া হবে।’
শুধু তাই নয় এদিন সম্মেলন থেকে জিও নিয়ে বড় ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। তিনি বলেন,’ কলকাতার জিও গ্রাহকদের ধন্যবাদ। এখানে সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে। তাই বাংলায় রিলায়েন্সের বিনিয়োগ ৫০ হাজার কোটি টাকা। বাংলার বিশ্বস্ত সঙ্গী রিলাসেন্স। রাজ্যে বর্তমানে ১৩০০ রিলায়েন্স স্টোর রয়েছে। আগামী তিন বছরে আরও ৪০০ স্টোর চালু হবে। আগামী ৯ মাসের বাংলায় তৈরি হবে এআই সেন্টার।’ সেইসঙ্গে মুকেশ আম্বানি জোর দিয়েছেন মোবাইল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্র। পাশাপাশি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কালীঘাট মন্দিরের সংস্কারের আর্থিক সাহায্যের ঘোষণা করলেন রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানি।
Be the first to comment