চিরন্তন ব্যানার্জি:-
আরজি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার এক মাসে পরেও বিচারের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এমত অবস্থায় সোমবার সুপ্রিমকোর্ট নির্দেশ দেয় আগামীকাল বিকাল ৫টার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোদ দেওয়ার কথা। পাশাপাশি আদালত নির্দেশ দেয় রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না। সেই কথা মনে করিয়ে দিয়েই এদিন বিকেলে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানালেন, চিকিৎসকদের সুরক্ষার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিন বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মনোজ পন্থ জানান, চিকিৎসকদের সুরক্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে সমস্যায় পড়ছেন। এবার যেন চিকিৎসকরা কাজে ফেরেন। পাশাপাশি তিনি এও বলেন, সুরক্ষার কথা মাথায় রেখে শৌচালয়, সিসিটিভি, আলোর কাজ দ্রুত সম্পন্ন করার কথাও বলা হয়েছে। মুখ্যসচিব বলেন, ‘সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছে। আমরা সে কথা মাথায় রেখেই আমরা ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের মাধ্যমে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছি’। এদিনের বৈঠকে সঙ্গে ছিলেন ডিজি রাজীব কুমার এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ও।
Be the first to comment