মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা মুখতার আব্বাস নকভির, এবার কি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী? শুরু জল্পনা

Spread the love

রাজ্যসভার সদস্য হিসেবে মুখতার আব্বাস নকভির মেয়াদ শেষ হওয়ার কথা বৃহস্পতিবার৷ ঠিক তার একদিন আগে বুধবার, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন নকভি৷ এতদিন তিনি কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন৷ বিশেষজ্ঞদের মতে, নকভির পদত্যাগ প্রত্যাশিতই ছিল৷ তাঁকে রাজ্যসভা থেকে মন্ত্রিসভায় আনা হলেও পুনরায় মনোনীত করেনি বিজেপি৷ মে মাসে রাজ্যসভার প্রার্থীদের তালিকা থেকে নকভির নাম বাদ দিয়ে দিয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ বৃহস্পতিবার নকভির রাজ্যসভার মেয়াদ ফুরোচ্ছে৷ তাই একদিন আগেই পদত্যাগ করলেন তিনি৷

এই ঘটনা সংসদীয় রাজনীতিতে অভূতপূর্ব বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ এই প্রথম কোনও মন্ত্রীকে সংসদের দুই কক্ষ ছেড়ে চলে যেতে হচ্ছে৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, নকভিকে উপরাষ্ট্রপতি পদে দাঁড় করাতে পারে বিজেপি৷ তাই সংসদের উচ্চ ও নিম্নকক্ষ দু’জায়গা থেকেই তাঁকে সরিয়ে নিয়ে রহস্য জিইয়ে রাখল নেতৃত্ব৷

নকভি ছাড়াও মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন জেডি(ইউ) সাংসদ রামচন্দ্র প্রসাদ সিং৷ বুধবার রাতেই দু’জনে তাঁদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন৷ সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে নাকভি এবং রামচন্দ্রের ভূয়সী প্রশংসা করেন মোদি৷ এদিকে মন্ত্রিসভার বৈঠকের পরই দলের সদর কার্যালয়ে চলে যান নাকভি৷ সেখানে তিনি দেখা করেন জেপি নাড্ডার সঙ্গে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*