একুশে জিততেই হবেঃ মুকুল রায়

Spread the love

কেন্দ্রীয় সহ-সভাপতি হবার পর রবিবার ৪ ঠা অক্টোবর আইসিসি আর-এ মুকুল রায় কে সংবর্ধনা জানানো হয়, সংবর্ধনা জানানো হয় কৈলাস বিজয়বর্গীয়কেও। যদিও সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন মুকুল রায়। কারন সহ সভাপতি হওয়ার পর তাঁর বক্তব্য শোনার জন্য সকলেই অপেক্ষা করছিলেন।

কি বললেন মুকুল রায়? যা বললেন তাতে স্পষ্ট পাখির চোখ একুশের নির্বাচন। বললেন আমাদের সকলের মধ্যে একটা সমন্বয় করতে হবে, নিজেদের ভেতর বোঝাপড়া আরও শক্ত করার দিকে জোর দিলেন। মুকুল রায় বললেন দিলীপ ঘোষ সাহসী তিনি ভালো লড়াই করছেন। তার পাশাপাশি সকলের মধ্যে জেতার ক্ষিদে জাগাতে হবে। বারংবার তিনি বললেন আমরা জিতব।

বর্তমান সরকারের ১০ বছর হয়েছে এরপর মোদীজির চিন্তাভাবনা অনুযায়ী বিজেপির সরকার হবে। যার যেটুকু ক্ষমতা আছে সেটুকু উজাড় করে দিতে হবে। কেউ এক পা এগোলাম কেউ এক পা পিছলাম এই বিষয়টাকে গুরুত্ব দিলে হবে না। বারংবার তিনি একটা কথা বলেন যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে সরকারে আনতে হবে। এবং খেলায় হারা জেতা থাকে। হয় আমরা হারবো না হয় জিতব। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে যে আমরা জিতব। এবং সেই লক্ষ্যে আমাদের সকলের মধ্যে নিজেদের ভেতর বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। নিজেদের ভেতর সমন্বয়ের উপর বারবার জোর দেন সফল সংগঠক মুকুল রায়।

ভারতীয় জনতা পার্টি যে দায়িত্ব দিয়েছে তার জন্য তিনি সর্বোচ্চ নেতৃত্বকে ধন্যবাদ জানান- তিনি বলেন, ‘শেষদিন পর্যন্ত আমি ভারতীয় জনতা পার্টিই করব, এবং দল যে দায়িত্ব দেবে আমি সর্বশক্তি দিয়ে সেই কাজ করব’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*