লোকসভা ভোটের কিছুদিনের মধ্যেই পরাজয়ের দায় স্বীকার করে সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন রাহুল গান্ধী। বাধ্য হয়েই নতুন সভাপতি বেছে নিতে হচ্ছে কংগ্রেসকে।
শুক্রবার দলের প্রথম সারির নেতারা প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক করেন। সেখানে জানানো হয় যে শনিবার বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানে স্থির হবে কে পরবর্তী সভাপতি হচ্ছেন। তবে এই প্রসঙ্গে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে প্রবীণ নেতা মুকুল ওয়াসনিকের নাম।
এদিন সনিয়া গান্ধীর বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা এ কে অ্যান্টনি, আহমেদ পটেল এবং কে ভি বেণুগোপাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি আনুষ্ঠানিকভাবে দলকে এতদিন নেতৃত্ব দেওয়ার জন্য রাহুলকে ধন্যবাদ জানাবে।
Be the first to comment