ভিডিও সৌজন্যে- (বিজেপি ওয়েস্ট বেঙ্গল)
সরকার ভাঙার ইচ্ছা নেই। নিজের ঘর সামলে রাখুন। আতঙ্কে ভুগবেন না। নিজের ঘরের যদি ১৪৭ জন এসে বলে আমরা মমতার বিরুদ্ধে তাহলে বিজেপি কী করবে? সোমবার সাংবাদিক বৈঠকে একথাই বললেন মুকুল রায়। সোমবার নবান্নে সচিবদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আমায় জেলে পাঠিয়ে লাভ নেই। আমার মুখ বন্ধ করে বা সরকার ভাঙার চক্রান্ত করে বিজেপি যদি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্তব্ধ করবে, তাহলে মনে রাখবেন মৃত বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর।
এরপরই সাংবাদিক বৈঠক করে তার পাল্টা জবাব দেন মুকুল রায়। তিনি বলেন, নিজের ঘরের যদি ১৪৭ জন এসে বলে আমরা মমতার বিরুদ্ধে তাহলে বিজেপি কী করবে? সরকারকে ফেলার কথা ভাবছে না বিজেপি। মমতা নিজের ঘরটা সামলে রাখুক। মানুষ মমতার বিরুদ্ধে ভোট দিয়েছে। বিজেপি নেতা আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাজুড়ে অশান্তি ছড়াচ্ছে। বিজেপি রাজনৈতিক ভাবেই লড়াই করবে। আমরা মুখ্যমন্ত্রীকে নিখোঁজের তালিকা এখনই পাঠাচ্ছি। তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন তো?
পাশাপাশি এদিন সন্দেশখালি ঘটনা প্রসঙ্গে মুকুল রায় বলেন, দু’জন মারা গেছে। তিনজন নিখোঁজ। তাঁরাও খুন হয়েছেন বলে ধারণা। তিনি আরও বলেন, নন্দীগ্রামে ৫৬ জন খুন হয়েছেন বলে দাবি করেন মমতা। তিনি কি এই দাবি থেকে সরে গেছেন?
এদিন কী বললেন মুকুল রায়?
শুনুন!
Be the first to comment