বুধবার তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে নাম না করে মুকুল রায়কে একহাত নিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুকুলের দলভাঙানোর কৌশল নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। কলকাতার মেয়ো রোডে এদিন মমতা বলেন, একজন ১০৭ জনের নাম নিয়ে নাকি ঘুরে বেড়াচ্ছে ! আগে ৭ জন কর, তারপর ১০৭ জন করিস ! সবকিছু এত সস্তা নয়।
পাশাপাশি এদিন মোদী সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, কারও কিছু বলার অধিকার নেই এখন। কর্ণাটকে হর্স ট্রেডিং করে সরকার ফেলে দিলো। কেউ কিছু বললো না। কাউকে বলতে দিল না। আর এখন বাংলা চাইছে। এরপরই মুকুলের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন ১০৭ জনের নাম নিয়ে নাকি ঘুরে বেড়াচ্ছে! আগে ৭ জন কর, তারপর ১০৭ জন করিস! সবকিছু এত সস্তা নয়।
এদিন বিজেপিকে কটাক্ষ করে মমতা আরও বলেন, নতুন যাঁরা ক্ষমতা উপভোগ করছেন, তাঁরা ভাবছেন, আমরা একটু চমকাই। তাঁদের চমকান, যাঁরা চমকানো দেখেননি। সারা জীবন চমকানোর বিরুদ্ধে আন্দোলন করে এসেছি। আমাদের কী চমকাবেন? আমরা বন্দুকের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি।
Be the first to comment