রাজ্যে মমতার চেয়ে বড় মনীষী আর কেউ নেইঃ মুকুল রায়

Spread the love

ভিডিও সৌজন্যে- (বিজেপি ওয়েস্ট বেঙ্গল)

মঙ্গলবার কলকাতায় বিজেপির রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মুকুল রায় ৷ সেখানে তিনি বলেন, খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন ৷ উল্লেখ্য, আজ বিদ্যাসাগর কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের নতুন মূর্তি উন্মোচন করেন ৷ লোকসভা ভোটের প্রচারে ১৪ মে কলকাতায় অমিত শাহ এসেছিলেন ৷ তখন কলেজ স্ট্রিটে গন্ডগোলের সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় ৷

সন্দেশখালির ন্যাজাটে সংঘর্ষের ঘটনা নিয়ে মুকুল রায় এদিন বলেন, আমি ন্যাজাট গিয়েছিলাম। যে দু’জন মারা গেছে এবং যাঁরা নিখোঁজ, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে এসেছি। নন্দীগ্রামের যেমন খুনি মুখ্যমন্ত্রীর (বুদ্ধদেব ভট্টাচার্য) কথা উঠেছিল, তেমন এখন খুনি মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শাড়িতে রক্তের দাগ লেগে আছে। বাদুড়িয়ায় বস্তা ভর্তি মাংস পাওয়া গেছে। প্রশাসন বলছে, ওটা পশুর কিন্তু বিষয়টি সন্দেহজনক। বাংলাদেশ থেকে ন্যাজাটে অস্ত্র ঢোকে। আমরা চাই বিষয়টি নিয়ে NIA তদন্ত হোক। নির্বিচারে গুলি চালানো হয়েছে ওখানে। আমার কাছে তালিকা আছে বাংলায় বিজেপির কতজন কর্মী মারা গেছেন।

পাশাপাশি এদিন বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন নিয়ে মমতাকে কটাক্ষ করে মুকুল বলেন, নকশালবাড়ি আন্দোলনে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিলো। ডাঃ পার্থ সেনগুপ্ত ১৯৭০ সালে ওই মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন। কিন্তু আজ তাঁকে ডাকা হয়নি, কারণ এখন রাজ্যে মমতার চেয়ে তো বড় মনীষী আর নেই। যেখানেই যাবেন ওনার ছবি ৷

উল্লেখ্য, আজ টালিগঞ্জের চলচ্চিত্র অভিনেতা প্রদীপ ধর যোগ দিলেন বিজেপিতে ৷ মুকুল রায় বলেন, টালিগঞ্জের অবস্থা খুব খারাপ। কলাকুশলীরা টাকা ঠিকমতো পাচ্ছেন না। তাই এখন টালিগঞ্জের বেশিরভাগ লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এদিন সাংবাদিক সম্মেলনে কী বললেন মুকুল রায়?

শুনুন!

https://www.facebook.com/BJP4Bengal/videos/656136161527718/?t=1


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*