শুরুটা হয়েছিলো তাঁর সঙ্গে সব্যসাচী দত্তের সাক্ষাৎপর্বের মধ্যে দিয়েই। এরপর তৃণমূল নেতৃত্ব যখন সব্যসাচীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে তখনও তাঁর বাড়ি গিয়ে নৈশভোজ সারেন তিনি। সব্যসাচীর বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলররা অনাস্থা আনার আগে তাঁর বাড়ি গিয়ে পরামর্শও দিয়ে এসেছেন। এবার এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, তৃণমূলের এতটাই দুর্দশা। সব্যসাচী এতবার দলের বিরুদ্ধে কথা বললেও মমতা ব্যানার্জির হিম্মত নেই, ক্ষমতা নেই সব্যসাচীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।
পাশাপাশি জগদ্দলে পুলিশের গুলিতে দুষ্কৃতীর মৃত্যু প্রসঙ্গে মুকুলবাবু বলেন, এখনও পর্যন্ত যা শুনেছি সাধারণ মানুষ বলেছে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে। তৃণমূল রাজ্যে পুলিশি রাজ চালাচ্ছে। যখন ভোটাভুটি হবে তখন কাঁচড়াপাড়া ও হালিশহর বোর্ড আমাদেরই দখলে থাকবে।
Be the first to comment