বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গ্রেফতার করা যাবে না মুকুল রায়কে, জানালো হাইকোর্ট

Spread the love

বিজেপি নেতা মুকুল রায়কে বৃহস্পতিবার দুপুর ২ টো পর্যন্ত গ্রেফতার করা যাবে না ৷ এমনই নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট ৷ সরশুনা থানায় দায়ের হওয়া আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার দুপুর ২ টো পর্যন্ত মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না ৷ বুধবার মৌখিক নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামীকাল দুপুর ২টো-র সময় মামলার ফের শুনানি হবে।

প্রসঙ্গত, ২১ অগাস্ট এই একই অভিযোগে মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেতা বাবান ঘোষকে গ্রেফতার করে পুলিশ ৷ মুকুলের নামেও সরশুনা থানায় এফআইআর দায়ের হয়েছে। বাবানকে যেদিন পুলিশ গ্রেফতার করে সেদিনই মুকুল হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। বাবানের বিরুদ্ধে অভিযোগ, মুকুল রায়কে দেখিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছিলেন ৷ তাঁকে রেলের একটি প্রকল্পের ইনচার্জ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্ত কিছুই করেননি। সরশুনা থানায় ওই ব্যক্তি তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে বাবানকে গ্রেফতার করে পুলিশ।

আজ মামলাটি বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চে উঠেছিল। সেখানে রাজ্যের তরফে সরকারি কৌশলি মামলাটির শুনানি আগামীকাল করা হোক বলে আর্জি জানান। এরপর মুকুল রায়ের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, তাহলে আগামীকাল পর্যন্ত আমার মক্কেলকে সুরক্ষা দেওয়া হোক। ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবীর সন্মতিতে আগামীকাল পর্যন্ত মুকুল রায়কে গ্রেফতার না করার মৌখিক নির্দেশ দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*