মামলা শুরুর তিন বছর পর নারদ মামলার প্রথম গ্রেফতারি ৷ জেরা চলাকালীন আইপিএস অফিসার এম এইম এইচ মির্জাকে গ্রেফতার করল সিবিআই। বক্তব্যে একাধিক অসঙ্গতি থাকাতেই গ্রেফতারি বলে দাবি সিবিআইয়ের। একইদিনে ফের মুকুল রায়কে নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
শুক্রবার বেলা ১১টায় নিজাম প্যালেসে মুকুল রায়কে তলব করেছে সিবিআই ৷ যদিও মুকুল রায়কে এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সিবিআইয়ের চিঠি পাইনি ৷ তলব করলেও কাল যেতে পারব না ৷’ সূত্রের খবর, ধৃত আইপিএস মির্জার মুখোমুখি বসিয়ে মুকুলকে জেরা করতে চায় সিবিআই ৷
নারদ মামলায় টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এসএমএইচ মির্জার বিরুদ্ধে। সে সময় বর্ধমানের পুলিশ সুপার ছিলেন মির্জা। বেশ কয়েকবার সিবিআই জেরার মুখে পড়েন এই আইপিএস অফিসার। বৃহস্পতিবারও জেরার জন্য ডাকা হয় মির্জাকে। জেরা পর্ব চলার সময়ই গ্রেফতারি। সিবিআইয়ের অভিযোগ ফুটেজে টাকা নেওয়ার বাইরেও মির্জার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়।
Be the first to comment