তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, সমাজ বিরোধীরা এখন মমতার আমলে সিকিউরিটি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মমতা তাদের নিরাপত্তা দিচ্ছেন। সোমবার এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, রাজ্যের মানুষ যদি এই সিকিউরিটির বিষয়টি জানতে চায় যে কী কারণে এটি দেওয়া হয়েছে, সেটার সঠিক উত্তর মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া যাবে না।
এদিকে গারুলিয়া পৌরসভা বিজেপির হাতছাড়া হয়েছে। এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, আর ক’মাস বাদে অন্যান্য পুরসভার ভোট। তখনই সবকিছু প্রমাণ হয়ে যাবে। ভোট তো দু’মাস, তিন মাস, চার মাসের মধ্যেই হবে। তখনই প্রমাণ হয়ে যাবে গারুলিয়া পৌরসভা কার?
অন্যদিকে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ নারদ কাণ্ডের তদন্ত প্রসঙ্গে সোমবার বলেছেন, অবিলম্বে মুকুল রায়কে গ্রেফতার করা দরকার কারণ তিনি প্রভাবশালী। এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, তদন্তে আমি একা কেন? অনেকেই প্রভাবশালী। শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় প্রত্যেকে প্রভাবশালী। তাই তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার।
Be the first to comment