মুকুল রায়ের বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা

Spread the love

বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো ব্যাঙ্কশাল কোর্ট। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক দুর্নীতি মামলায় একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ আদালতের ৷ সোমবারও তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু হাজিরা বারবারই এড়িয়েছেন মুকুল রায় বলে অভিযোগ ৷

ব্যাঙ্কশাল আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ৷ বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নিয়ে আসে কলকাতা পুলিশ ৷ বড়বাজার থানার ওসিকে এই গ্রেফতারি পরোয়ানা লাগু করতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গতবছর বড়বাজার এলাকা থেকে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করা হয় একজনকে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, চারজনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মুকুল রায়ের নাম। আজ আদালতে সরকারি আইনজীবী জানান, বিষয়টি নিয়ে মুকুলকে বারবার ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ। তবে মুকুল সেই ডাকে সাড়া দেননি। পরে আদালতের তরফেও তাঁকে সমন পাঠানো হয়। কিন্তু, তা সত্ত্বেও হাজিরা দেননি মুকুল। ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারায় নোটিশ আনা হয় মুকুল রায়ের বিরুদ্ধে ৷ 

সোমবার আদালতে মুকুলের আইনজীবী জানান, এই বিষয়ে দিল্লি হাইকোর্টে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। সেটির বিচার প্রক্রিয়া চলছে। তাই আপাতত এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুক ব‍্যাঙ্কশাল কোর্ট।

সরকারি আইনজীবী জানান, মুকুলের আইনজীবীর প্রত্যুত্তরে বিচারক জানিয়ে দেন, দিল্লি হাইকোর্টের তরফে এই মামলায় কোনও স্থগিতাদেশ জারি করা হয়নি ৷ সমন পাঠানো সত্ত্বেও মুকুল আসেননি। তারপরেই ক্ষুব্ধ বিচারপতি মুকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এখন কলকাতা পুলিশ মুকুলকে গ্রেপ্তার করে কি না সেটাই এখন দেখার বিষয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*