পিএসি চেয়ারম্যান হিসাবে বিধানসভা মুকুল রায়কে না পেলেও ভোটার হিসাবে পেল। রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। এখন তিনি আর পিএসি চেয়ারম্যান নেই কারণ তিনি ইস্তফা দিয়েছেন। এবার বিধানসভায় মুকুল রায় এসে এই নির্বাচন নিয়ে বোমা ফাটিয়ে গেলেন।
ঠিক কী বলেছেন মুকুল রায়? সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পরই তাঁকে প্রশ্ন করা হয়, এই নির্বাচনে কে জিতবে? আপনি কাকে ভোট দিলেন? জবাবে মুকুল রায় বলেন, ‘সবাই জানে কী হবে। মমতার প্রার্থীই জিতবে। আমি তৃণমূলকেই ভোট দিয়েছি।’ তারপরই প্রশ্ন করা হয়, শুভেন্দু অধিকারীরা বলছেন, ক্রস ভোট হবে। কী বলবেন? রায়সাহেবের উত্তর, ‘ওসব বাজে কথা। কোনও ক্রস ভোট হবে না।’
কেন এমন মন্তব্য করলেন মুকুল রায়? অনেকে বলছেন উনি অসুস্থ। তাই এমন মন্তব্য করেছেন। আবার কেউ কেউ বলছেন উনি মনে রাখতে পারছেন না। তাই অসংলগ্ন কথা বলছেন। কিন্তু তিনি নিজে মুখেই বলছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। মমতার প্রার্খীই জিতবে। এগুলি বললেন কী করে? উঠছে প্রশ্ন। যদিও সাংবাদিকদের আজ জানালেন, ‘ভাল আছি। শরীর একদম ঠিক আছে।’
উল্লেখ্য, তিনি পুরসভা ভোটের আগে বলেছিলেন, সব জায়গায় বিজেপি বিপুল ভোটে জিতবে। তারপর অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে সিউড়ি সার্কিট হাউসে মুকুল রায় বলেছিলেন, ‘বিজেপি জিতবে।’ আবার পরে মুকুল রায় সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, ‘হ্যাঁ তৃণমূল জিতবে। তৃণমূল মানেই তো বিজেপি।’ এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল।
Be the first to comment