মোদীর জন্মদিন ন্যাশনাল জুমলা ডে, টুইটে কটাক্ষ মুকুল রায়, নুসরত জাহানের

Spread the love

জন্মদিনে শুভেচ্ছা জানানোই দস্তুর ৷ সে সতীর্থ হোক কিংবা বিরোধী দলের ৷ সেই দস্তুর মেনেই শুক্রবার সকাল থেকে বিজেপি ও বিজেপি বিরোধী দলের নেতারা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

কিন্তু সেই পথে হাঁটলেন না মুকুল রায় ৷ কয়েকমাস আগেও যিনি মোদির প্রশংসায় পঞ্চমুখ হতেন, সেই তিনিই আজ মোদির জন্মদিনকে ‘ন্যাশনাল জুমলা ডে’ বলে কটাক্ষ করলেন ৷ এই কথাটি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করে টুইটও করেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ৷

মুকুল রায় লিখেছেন, ‘‘বিজেপি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করছে, তখন নাগরিকদের মনে পড়ছে নোটবন্দি, মূল্যবৃদ্ধির কথা… ৷’’ এর পরই তিনি মোদীর জন্মদিনকে ‘ন্যাশনাল জুমলা ডে হিসেবে উল্লেখ করেছেন ৷ লিখেছেন, ‘‘এই ন্যাশনাল জুমলা ডে-তে আমরা একটাই আশা করতে পারি যে তিনি নিজের ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং ‘আপনা কাম বনতা…’ করবেন না ৷’’

ন্যাশনাল জুমলা ডে হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করেছেন বসিরহাটের সাংসদ-অভিনেত্রী তৃণমূলের নুসরত জাহানও ৷ টুইটারে তিনি ন্যাশনাল জুমলা ডে-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ কিন্তু তার আগে তিনি লিখেছেন, ‘‘আশা করছি সম্মানীয় প্রধানমন্ত্রী তাঁর গিমিক থেকে বেরিয়ে আসবেন এবং কোটি কোটি মানুষ, যাঁরা তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাঁদের উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন ৷’’ তবে ওই টুইটের শুরুতেই প্রধানমন্ত্রীর বয়স নিয়েও কটাক্ষ করেছেন নুসরত ৷ লিখেছেন, ‘‘বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞান আসে ৷’’

মুকুল রায় এবারের বিধানসভা নির্বাচন পর্যন্ত বিজেপি নেতাই ছিলেন ৷ ভোটের প্রচারে মোদির প্রশংসা করতে দেখা যেত তাঁকে ৷ ভোটে জিতে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন ৷ তাই তিনি মোদিকে কটাক্ষ করায় অনেকেই তাঁর সমালোচনা করছেন ৷ কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করে কেন নুসরতও মোদীকে কটাক্ষ করলেন ? তাহলে কি এটা তৃণমূল কংগ্রেসের সামগ্রিক অবস্থান ? জন্মদিনেও মোদীর সমালোচনার লাইন নিয়েছে বাংলার শাসকদল ? এই প্রশ্নগুলি স্বাভাবিকভাবেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷

যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথা মেনে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেছেন ৷ তবে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি ৷ অন্যদিকে কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘‘শুভ জন্মদিন, মোদীজি ৷’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*