শুক্রবার দুপুরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠক। কিন্তু সেই বৈঠকে কি থাকবেম মুকুল রায়? রাজ্য রাজনীতির অলিন্দে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। আজ এই বৈঠকে নয়া চেয়ারম্যানের থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় এখন নয়াদিল্লিতে। তাঁর কলকাতায় ফেরার কথা বিকেলে। তাই প্রথম বৈঠকে তিনি অনুপস্থিত থাকছেন বলেই বিধানসভা সূত্রে খবর। আর বিজেপি পিএসসি বৈঠক বয়কট করেছে কারণ মুকুল রায়কে চেয়ারম্যান করা হয়েছে বলে। সূত্রের খবর, চেয়ারম্যানের অনুপস্থিতিতে এই বৈঠক হতে পারে।
পিএসি প্রথম বৈঠকে মুকুল রায় না থাকলে যে উত্তাপ বিধানসভার অন্দরে তৈরি হয়েছিল তা স্তিমিত হয়ে যাবে। আর বিজেপি এই বৈঠক বয়কট করায় শুভেন্দু–মুকুলের মুখোমুখি সাক্ষাৎ অধরা থেকে যাবে। এখন দেখার পরের পদক্ষেপ কি হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত মুকুল রায় নয়াদিল্লিতেই ছিলেন। আজ বিকেলে কলকাতায় পৌঁছতে পারেন মুকুল রায়। সেক্ষেত্রে বৈঠকের সময়সীমা পেরিয়ে যাবে।
তবে বিধানসভা সূত্রে খবর, চেয়ারম্যান ছাড়াও বৈঠক সম্ভব। পরিস্থিতি সাপেক্ষে একজনকে কার্যকরী চেয়ারম্যান করা হবে। কমিটিতে থাকা বর্ষীয়ান বিধায়ককেই এই দায়িত্ব দেওয়া হতে পারে। মুকুলকে পিএসি কমিটির চেয়ারম্যান করার প্রতিবাদে বৈঠক বয়কট করেছে বিজেপি। সুতরাং প্রথম বৈঠক ঢিমেতালেই হওয়ার সম্ভাবনা প্রবল। প্রশ্ন উঠছে, প্রথম বৈঠক জেনেও কেন নয়াদিল্লিতে থেকে গেলেন মুকুল? নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে?
সূত্রের খবর, আজ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে স্পিকারের ঘরে দ্বিতীয় শুনানি রয়েছে। বিজেপি এই ইস্যুতে হেস্তনেস্ত চাইছে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে স্পিকারের অবস্থানও বুঝে নিতে চাইছে বিজেপি। তারপরই আদালতের দ্বারস্থ হতে পারে শুভেন্দু–সহ পরিষদীয় দল। এই কারণেই কি মুকুল রায় বিধানসভা এড়িয়ে গেলেন? এই প্রশ্নও উঠেছে।
Be the first to comment