গত ১৩ জুন অর্থাৎ রবিবারই দীর্ঘদিনের সহকর্মীর মাতৃবিয়োগ হয়েছে। মাঝে বহুদিন বিচ্ছিন্ন থাকার পরও এমন দুর্দিনে ফের ‘বন্ধু’র পাশে গিয়ে দাঁড়ালেন মুকুল রায়। মঙ্গলবার দুপুরে তিনি পৌঁছে গেলেন নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। রবিবার দুপুরে পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানীদেবী প্রয়াত হয়েছেন ৯১ বছর বয়সে। এত বড় একটা শোকের সময় বন্ধুকে সমবেদনা জানানোর জন্য এবার পৌঁছে গেলেন মুকুল রায়। বাড়িতে প্রবেশ করে যেখানে শিবানীদেবীর ছবি রাখা ছিল, সেখানে মাল্যদান করেন মুকুল। তারপর মন্ত্রীর নিজের ঘরে গিয়ে একান্তে দু’জন কথাবার্তা বলেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। এদিন মুকুল রায়ের সঙ্গে পার্থবাবুর বাড়ি যান শুভ্রাংশু রায়ও।
প্রসঙ্গত, গত সপ্তাহে সাড়ে তিন বছর পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে বঙ্গ রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করার পর মঙ্গলবার দুপুরে পার্থবাবুর বাড়ি গেলেন মুকুল রায়। এদিন পার্থবাবুর বাড়ি থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় জানান, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্রেফ দেখা করে সমবেদনা জানাতেই তিনি এসেছিলেন। অন্য কোণও বিষয়ে আলোচনা হয়নি। আসলে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এত রাজনৈতিক নেতার সমাগম নিতান্তই সমবেদনার জন্য বলে আপাতভাবে মনে হলেও এর একটা গভীর তাৎপর্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
Be the first to comment