তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আর সামলাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ডাক পড়েছে প্রশান্ত কিশোরের। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন কলকাতায় সাংবাদিক বৈঠক করেন মুকুল রায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি আর পারছি না। তাই প্রশান্ত কিশোরকে স্থলাভিষিক্ত করা হয়েছে। মুকুলবাবু আরও বলেন, কিশোর কোনও পদাধিকারী নাকি উপদেষ্টা? প্রশান্ত বলেছেন, তাঁকে সিএসআর ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের আবার সিএসআর ফান্ড কী? সিএসআর ফান্ড কর্পোরেট কম্পানির থাকে। তাহলে কী তৃণমূল একটি কর্পোরেট কম্পানি?
পাশাপাশি মুকুল রায় এদিন আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস সহ অনান্য দলের অনেক বিধায়ক বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে। তাঁর কথায়, রাজ্যের আরও ১০৭ জন বিধায়ক বিজেপিতে আসতে প্রস্তুত। তাদের মধ্যে অধিকাংশই তৃণমূল বিধায়ক। তবে এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন কাঁচরাপাড়ার কাউন্সিলররা বিজেপিতে আসার পর ফের তৃণমূলে ফিরে গেছেন। তাতে দলের কি কোনও ক্ষতি হলো? এবিষয়ে মুকুলবাবু বলেন, কেউ ফিরে যেতেই পারেন। তাতে দলের কিছু যায় আসে না।
Be the first to comment